ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কার্ডিফে শুক্রবার বিকেলে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। জবাবে ৪২.৩ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

হার মানলেও শ্রীলঙ্কার জন্য সুখকর বিষয় হল অধিনায়ক দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুসের রান পাওয়া। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করুণারত্নের ব্যাট থেকে এসেছিল ৭৭ রান। প্রস্তুতি ম্যাচে শুক্রবার খেলেছেন ৮৭ রানের ইনিংস। ৯২ বলে ১২ চারে তার এই ইনিংসটি সাজান। ৬৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন ম্যাথুস। এ ছাড়া কুশাল মেন্ডিস ৩৭ রান করেন।

 


বল হাতে দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেলুকওয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন লুঙ্গি এনগিদি।

তার আগে দক্ষিণ আফ্রিকার ৩৩৮ রানের ইনিংসে ব্যাট হাতে অবদান রাখেন অধিনায়ক ফাপ ডু প্লেসিস ও হাশিম আমলা। ডু প্লেসিস ৬৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় করেন ৮৮ রান। ৬১ বলে ৯ চারে আমলা করেন ৬৫ রান। ফন দার ডুসেনের ব্যাট থেকে ৪০ ও ফেলুকওয়ের ব্যাট থেকে আসে ৩৫ রান।

বল হাতে শ্রীলঙ্কার সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ ২টি করে উইকেট নেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রোববার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর সোমবার সাউদাম্পটনে শ্রীলঙ্কা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়