ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির শঙ্কা

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির শঙ্কা

ক্রীড়া ডেস্ক : পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। ট্রেন্টব্রিজে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে- ম্যাচে বৃষ্টির বাগড়া প্রায় নিশ্চিত, এমনকি আশঙ্কা আছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার।

তিন ম্যাচের সবক’টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। অপরদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে শক্ত অবস্থানে আছে ভারত। অপরাজিত দুই দলের লড়াইটা তাই আজ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করার।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে আগের ম্যাচে হারিয়ে আত্নবিশ্বাসে বলীয়ান হলেও এ ম্যাচে ভারতের দুশ্চিন্তার কারণ আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধাওয়ানের ইনজুরি। ধাওয়ানের বদলি হিসেবে ওপেনিং এ রোহিত শর্মাকে সঙ্গ দিতে পারেন আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করা লোকেশ রাহুল, সেক্ষেত্রে চারে নামানো হতে পারে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার বিজয় শঙ্করকে। ব্যাটিং অর্ডারে অনাকাঙ্ক্ষিত এই রদবদল তাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে বেশ ছন্দে আছেন কিউই টপ অর্ডার আর পেসাররা। রান পেয়েছেন গাপটিল, মুনরো, উইলিয়ামসন, টেইলর। বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শাসাচ্ছেন ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, জিমি নিশামরা। একাদশে তাই পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

নিউজিল্যান্ডকে স্বস্তি দিতে পারে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের ফলও। বোল্টের ৪ উইকেটে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়ে মাত্র ১৭৯ রানে অলআউট করে নিউজিল্যান্ড। ম্যাচও জেতে ৬ উইকেট ও ৬৪ বল হাতে রেখে। বৃষ্টির বাধা পেরিয়ে শেষ পর্যন্ত যদি ম্যাচ মাঠে গড়ায় তবে দুর্দান্ত ফর্মে থাকা এই দুই দল জমজমাট এক ক্রিকেটীয় লড়াইয়েরই প্রতিশ্রুতি দিচ্ছে বলা যায়।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/নুরুল/শামীম/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়