ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১২ বছরের রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ বছরের রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। অবশ্য তাতেই তিনি ১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন।

এর আগে বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫৪৮ রান করেছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তাও ২০০৭ বিশ্বকাপে ১১ ইনিংসে। ১২ বছর পর জয়াবর্ধনেকে পেছনে ফেলে উইলিয়ামসন করেছেন ৫৭৮ রান। আজ মাঠে নামার আগে জয়াবর্ধনেকে পেছনে ফেলতে ১ রান দরকার ছিল। কেন করেন ৩০ রান।

জয়াবর্ধনের পর ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং করেছিলেন ৫৩৯ রান। তিনি রান করার পাশাপাশি দলকে ফাইনালেও তুলেছিলেন। জিতিয়েছিলেন শিরোপাও।

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ করেছেন ৫০৯ রান। অবশ্য তিনি দলকে ফাইনালে তুলতে পারেননি। তার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স ৪৮২ রান করেছিলেন ২০১৫ বিশ্বকাপে। যদিও তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়েছে গেছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়