ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিটি নির্বাচন নতুন বছরের চ‌্যালেঞ্জ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটি নির্বাচন নতুন বছরের চ‌্যালেঞ্জ

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের জন্য নতুন বছরের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। নতুন বছরে এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

‘ঢাকা সিটি নির্বাচন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সরকার। নির্বাচনে ফলাফল যাই হোক, সেটা মেনে নিতে আওয়ামী লীগও প্রস্তুত আছে।”

দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পুরো বছর যে সাফল্যে ভরা ছিল তা নয়। কিছুটা ভুলভ্রান্তি, ব্যর্থতাও আছে। নতুন সরকারে নতুন মুখ এসেছে। তাদের পারফরম্যান্সও ভাল। তারপরও বলব, কিছু ভুলভ্রান্তি ও ব্যর্থতা তো আছেই। এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই। আশা করছি, আগামী বছর গণতন্ত্র এবং সুসাশনের অগ্রগতি হবে।’

২০১৯ সাল কেমন কাটলো জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সারাবছর আমরা দলের সবগুলো সহযোগী সংগঠনের সভা-সম্মেলন করেছি। ২৯টি জেলার সম্মেলন শেষ করেছি। এখন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছি। সবমিলিয়ে আমার অসুস্থতাজনিত সময় বাদ দিয়ে বাকি সময়টা ভালোই কেটেছে।’

নতুন বছরে সরকারের মেগা প্রকল্পগুলো আরো এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতুতে আজ ২০তম স্প্যান বসেছে। এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে। মেট্রোরেলের অগ্রগতি দেখতে বুধবার উত্তরায় যাব। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। এভাবেই নতুন বছরে আমরা মেগা প্রকল্পগুলো এগিয়ে নেব।’


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়