ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ম্যাসেজ ক্লিয়ার, নিরপেক্ষ নির্বাচন হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ম্যাসেজ ক্লিয়ার, নিরপেক্ষ নির্বাচন হবে’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং এতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সরকারের সব এজেন্সি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন ঢাকা সিটি নির্বাচনে যেন সরকারের কেউ কোনো ধরনের হস্তক্ষেপ না করে। এই ব্যাপারে ক্লিয়ার ম্যাসেজ সবাইকে তিনি দিয়েছেন।’

রোববার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মটরচালক লীগের সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সংশয়ের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সংশয়ের কোন কারণ নেই। শেখ হাসিনা বলেছেন নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় তবে জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমার নেই।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের পার্টিকেও একই মেসেজ দিয়েছেন তিনি। তিনি আমাদের বলেছেন, জনগণের ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। কাজেই আমরা সরকারের পক্ষ থেকে কোন ধরনের হস্তক্ষেপ করব না। এটা পরিষ্কার।’

নেতিবাচক রাজনীতির কারণে মানুষ বিএনপির সঙ্গে নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতির ওপর শেখ হাসিনার উন্নয়ন ছায়া ফেলেছে, সে থেকে বিএনপির নিস্তারের কোনো উপায় নেই। বিএনপি নির্বাচন আর আন্দোলনে পারে না, এখন তাদের শুধু নালিশ আর নালিশ। এই নালিশের কোন বাস্তবতা নেই।’

“আসলে নির্বাচনে তাদের অবস্থা কী হবে সেটা তারা বুঝে গেছেন, বিজয়ের ব্যাপারে তারা যথেষ্ঠ সন্ধিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচার করুক দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।”

বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার রক্তস্রোত বইবে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অপরাজনীতির হোতা বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তবে দেশ আবারো অন্ধকারে তলিয়ে যাবে। এই দেশে রক্তস্রোত বইয়ে দেবে। এদেশ বিশ্বে দুর্নীতি ও সন্ত্রাসে চ্যাম্পিয়ন হবে।’

প্রতিদিন ঘর থেকে দুঃখ নিয়ে বের হওয়ার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘পত্রিকার পাতায় দুর্ঘটনার খবর দেখে প্রতিদিন আমি দুঃখ নিয়ে ঘর থেকে বের হই। এসব খবর আমাকে খুব কষ্ট দেয়। সড়ক মন্ত্রী হিসেবে দুর্ঘটনার দায় আমি এড়াতে পারি না।’

চালকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া হবেন না। বেপরোয়া হলে দুর্ঘটনা অনিবার্য। একটি গাড়ি দুর্ঘটনা হলে চালক বাঁচবে এর কোনো নিশ্চয়তা আছে? গরিব মানুষরাই বেশি গাড়ি চালায়। নিজের জীবনের কথা, পরিবারে কথা এবং আপনার গাড়ির যাত্রীসহ সবার কথা ভাবতে হবে।’


ঢাকা/পারভেজ/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়