ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ইশরাক সুপরিকল্পিতভাবে হামলা করেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইশরাক সুপরিকল্পিতভাবে হামলা করেছে’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের নির্বাচনের সমন্বয়ক ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

রোববার বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসছে মনে করে আমরা স্বাগত জানিয়েছিলাম, সাধুবাদ জানিয়েছিলাম। গণতান্ত্রিক ধারা সুষ্ঠু ও সুন্দরভাবে চলবে এই আমাদের আশা আকাঙ্খা ছিল। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছিল। সেই মূহুর্তে হামলার ঘটনা, আর এই ঘটনা নিয়ে আমাদের সংবাদ সম্মেলন করতে হচ্ছে এটা দু:খ জনক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের নির্বাচনী কার্যালয়ে ঐ এলাকার কাউন্সিলর যখন প্রবেশ করেছে, ঠিক সেই মূহুর্তে বিএনপির মেয়র প্রার্থীর নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলেছে, এই এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা করার কোন শিডিউল ছিল না। অর্থাৎ প্রচারণায় যাওয়ার পরে এ ঘটনা ঘটেনি এটা পরিস্কার। এটা তারা হঠাৎ করে করেছেন।’

আমু বলেন, ‘এটা আমাদের উপর তাদের সুপরিকল্পিত আঘাত এবং আগামী দিনে নির্বাচন বানচালের একটি ইঙ্গিত। আগে থেকে বিএনপি নেতারা যা বলে আসছে এটা তার প্রমান। আজকে আমাদের প্রার্থীর অফিসের সামনে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে। প্রায় ৫০ জনের মত আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যালেও ৩৫ জন ভর্তি আছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি কমিশন দোষীদের বিরুদ্ধে বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা বাহিনীকেও আরো সতর্ক ভুমিকা পালন করার আহ্বান জানাই।’

এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলেও জানান আমির হোসেন আমু।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়