ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জনগণের খেদমতে জীবন উৎসর্গ করবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনগণের খেদমতে জীবন উৎসর্গ করবেন ইশরাক

জনগণের খেদমতে জীবন উৎসর্গ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তার নির্বাচনী প্রচারণার কাজ জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মুক্তিযুদ্ধের ধারণা বিশ্বাস করি। আমি মনে করি জনগণ হবে একটা দেশের ক্ষমতার মালিক।’

তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান। শহরের সমস্যার মধ্যে বেড়ে ওঠেছি। সমস্যাগুলো আমার জানা। এই শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় সব করব। আমার জীবন উৎসর্গ করবো জনগণের খেদমত ও  নগরবাসীর উন্নয়নে।’

বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসী উল্লেখ করে ইশরাক বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আমরা সেটাই চাই। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী এবং নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাসী। ইভিএম নিয়ে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানানো হয়েছে। সেটাতে স্পষ্ট হয়েছে যে, ইভিএমের মাধ্যমে ভোট কারচুপি এবং জালিয়াতি সম্ভব। তারপর আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’

রোববার তার প্রচারণায় হামলার নিন্দা জানিয়ে বিএনপি'র এই মেয়র প্রার্থী বলেন, ‘গতকাল প্রচারণা শেষে ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে আসার সময় বাসার ছাদ থেকে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনজন সাংবাদিকসহ ১২ জন নেতাকর্মী আহত হন।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রায় পাঁচ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারী থানায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে গতকাল আমরা নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানিয়েছি।’

এসময় তিনি সমানভাবে নির্বাচনের প্রচারণা চালাতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহবান জানান।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত ১৮ দিনে যা দেখলাম তাতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত দশ বছরে সিটি করপোরেশন যারা পরিচালনা করেছেন জনগণ তাদের প্রতি বিক্ষুব্ধ। জনগণ এখন পরিবর্তন চায়।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাউন্সিলর প্রার্থী এবং সমর্থকদের বাড়িতে গিয়ে আক্রমণ করা হচ্ছে। গতকাল আমাদের মেয়র প্রার্থীর প্রচারণায় হামলা চালানো হয়েছে। নির্বাচনের পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না।’

নির্বাচনে জনগণ যাতে তাদের ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।

মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ডেইলি অবজারভার এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

ইশরাক দুপুর আড়াইটায় খিলগাঁও থানার জোড় পুকুর পাড় থেকে ১৯তম দিনের প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন। পর্যায়ক্রমে খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মতিঝিল, শাহজাহানপুর, পল্টন থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা শেষ করবেন।



ঢাকা/সাওন/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়