ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘১৭০ কেন্দ্র দখলের ষড়যন্ত্র বিএন‌পির’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৭০ কেন্দ্র দখলের ষড়যন্ত্র বিএন‌পির’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোপীবাগ এলাকায় দিনের প্রচারণা শুরু করার আগে এক পথসভার বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্র এবং পাঁয়তারা  করছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো যাতে তারা আশু পদক্ষেপ নেয়, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিএনপি প্রার্থীর পিএস পরিচিত এক ব্যক্তি। যিনি সেদিন গোপীবাগে গোলাগুলি করেছেন। অবৈধ অস্ত্র দিয়ে দিয়ে গুলি ছুঁড়েছেন। সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। কয়েকদিন আগে ৮ ও ৩৯ নং ওয়ার্ডে আমাদের কাউন্সিল প্রার্থী রোকন উদ্দিনের ক্যাম্পে বিএনপির মেয়র প্রার্থী নিজে উপস্থিত হয়ে আক্রমণ করেছেন। এইভাবে সন্ত্রাসীরা যদি কোনো ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করে তাহলে ভোটাররাসহ ঢাকাবাসী সেটা প্রতিহত করবে।’

নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকাবাসীকে উন্নত ঢাকা গড়তে নৌকার পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়ে শেখ তাপস বলেন,’আমাদের উন্নয়নের রূপরেখা এবং নির্বাচনের ইশতেহার ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।’

ঢাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার এটাই সুযোগ। দলমত নির্বিশেষে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একজন যোগ্য ব্যক্তিকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।’

“আপনাদের ভোটে জয়ী হয়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও একাগ্রতায় নিবেদিত হয়ে আমরা কাজ করব।”

এর আগে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাছে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন তিনি।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনি আহমেদ মহি, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়