ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

মো. আলমগীর জানান, ঢাকা উত্তর সিটিতে ২৫ দশমিক ৩০ শতাংশ এবং দক্ষিণ সিটিতে ২৯ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে।

ভোটের হার নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এ বিষয়ে মন্তব্য করেছেন। নির্বাচন সুষ্ঠু করার জন্য যত রকম কার্যক্রম নেয়া প্রয়োজন কমিশন তা নিয়েছে।

তিনি বলেন, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে। জাল ভোট দেয়ার সুযোগ ছিল না। আমাদের ধারণা ছিল, ভোটাররা হয়তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। কিন্তু রাজধানীর ভোটাররা ছুটি পেলে ঢাকায় থাকে না। আমাদের ধারণা ছিল, ৫০ শতাংশ ভোট পড়বে, কিন্তু তার চেয়ে কম পড়েছে। তাই আমরা ভোট কাস্টিংয়ে পুরোপুরি সন্তুষ্ট না।


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়