ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা বিকেলে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা বিকেলে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হবে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৬-মার্চ, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-২০১৭ হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা। কোম্পানিটি ২০১৬ সালে ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সাভারে স্থানান্তরিত কারখানায় উৎপাদন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি। কোম্পানিটি বলছে, হাজারীবাগে তাদের যে উৎপাদন ক্ষমতা ছিল তা ২০ শতাংশ বেড়েছে। জানা গেছে, নতুন এই কারখানায় কোম্পানির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩ কোটি ২০ লাখ বর্গ ফুট। এর আগে গত ১০ এপ্রিল হাজারীবাগের কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়