ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এটিএম বুথ-মোবাইল ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখার নির্দেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এটিএম বুথ-মোবাইল ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটিতে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস),  ই-পেমেন্ট গেটওয়ে গেস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-এর মাধ্যমে গ্রাহকগণ যাতে সহজে লেনদেন করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, এরই মধ্যে এই নির্দেশনা বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করা, বুথে পর্যাপ্ত টাকা রাখা, পাহারাদারের সতর্ক থাকা এবং এটিএম বুথে যেকোনো ধরনের সমস্যা হলে তাড়াতাড়ি সমাধান করতে বলা হয়েছে।

এছাড়াও কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথোরাইজেশন (২এফএ) চালু রাখা ও মোবাইলে ব্যাংকিংয়ে নিরবিচ্ছিন্ন লেনদেন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়