ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলন, বর্ণিল সাজে সুসজ্জিত বালি

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলন, বর্ণিল সাজে সুসজ্জিত বালি

ছবি: কিসমত খন্দকার

কেএমএ হাসনাত, বালি, ইন্দোনেশিয়া থেকে : বর্ণিল সাজে সুসজ্জিত পর্যটক নগরী বালি এখন বিদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠছে। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন-২০১৮ ইন্দোনেশিয়ার বালিতে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন  হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বালি ইন্টারন্যশনাল কনভেশন সেন্টারে (বিআইসিসি) সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশ্বের ১৮৯টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে ১২ অক্টোবর শুরু হয়ে সম্মেলন শেষ হবে ১৪ অক্টোবর। এবারের সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। সদস্য দেশগুলো থেকে এবারের সম্মেলনে প্রায় এক হাজার সংবাদ মাধ্যমের প্রতিনিধিসহ ১৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে সম্মেলনের প্রেস বুথ থেকে জানা গেছে।

গত বুধবার বালির নুসা দুয়া কনভেনশন সেন্টারে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১২ অক্টোবর শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লগার্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা বক্তব্য রাখবেন।

এর আগে গত বুধবার বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আইএমএফর নির্বাহী পরিচালক সুবির ভিতাল গোকারানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সম্মেলনে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে ব্রিফ হলাম। সুবির ভিতাল গোকারান আমাদের নির্বাহী পরিচালক।

অর্থমন্ত্রী মুহিত আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় ২টায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মিয়ানমার সামরিক সরকারের অত্যাচারে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়াও বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন অর্থমন্ত্রী।

এবারের সম্মেলনে যোগ দিতে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাইজিবিডিকে বলেন, ‘অন্যান্য বারের সম্মেলনে যোগদানের চেয়ে এবার আমরা অনেক সাফল্যের বার্তা দিতে পারবো। বিশ্বব্যাংক এবং আইএমএফ আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন দিক থেকে অনেক সহায়তা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘আমাদের জিডিপি ৭ শতাংশের বেশি। অর্থনৈতিক বিভিন্ন সূচক দিন দিন উন্নতি সাধন হচ্ছে। আমরা নিজেদের অর্থে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। মিয়ানমার সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীর দৃস্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের এসব সাফল্য এবারের সম্মেলনে তুলে ধরা হবে।’

এর আগে সকাল সাড়ে ৮টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার ওয়েস্টিন হোটেল স্যুইটে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুল্যায়নি ইন্দ্রাবতি বৈঠক করেন। এ সময় ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী মোশাররফ হোসেন ভূঁইয়া। অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম উপস্থিত ছিলেন।

বৈঠকে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উভয়দেশের অর্থমন্ত্রী দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী মুহিত বালি সম্মেলনে আসা কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন।




রাইজিংবিডি/বালি/ইন্দোনেশিয়া/১১ অক্টোবর ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়