ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেব্রুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেব্রুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক : গত ৩০ ডিসেম্বর হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার নির্বাচন কমিশনের পরবর্তী কর্মসূচি হচ্ছে সারা দেশে প্রায় ৫০০ উপজেলা পরিষদ নির্বাচন করা।

মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র জানায়, এবারেও ২০১৪ সালের মতো কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে।

জানা গেছে, এবার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছয় ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপে হবে প্রায় ১০০ উপজেলা পরিষদ নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষদিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পরে পর্যায়ক্রমে বাকি উপজেলায় নির্বাচন করা হবে।

ইসি সূত্র জানায়, ২০১৪ সালে উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে, সেসব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। আইন অনুযায়ী মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়