ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থমন্ত্রীর কাছে দ্বৈত কর প্রত্যাহারের প্রস্তাব

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থমন্ত্রীর কাছে দ্বৈত কর প্রত্যাহারের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে দ্বৈত কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে বীমা খাতের উন্নয়নে বিভিন্ন দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করে প্রস্তাব ও দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে বসবেন। ভ্যাট, ট্যাক্স ইত্যাদি নানা সমস্যা রয়েছে। রিইন্স্যুরেন্স কমিশনের ওপর দ্বৈত ভ্যাট রয়েছে, এটা ঠিক নয়।’

এ সময় অর্থমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য ও দাবি-দাওয়ার কাগজ তুলে দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাদের দাবিগুলো  হলো- বাধ্যতামূলক বীমাকরণ, ব্যাংকের ঋণগ্রহীতাদের জীবনবীমা পলিসি বাধ্যতামূলক করা, জীবন বীমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স কর্তন না করা এবং মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউটের বীমা করার অধিকার রহিত করা।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়