ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুরান ঢাকায় আরো ২৯ ভবনে পরিষেবা বন্ধ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরান ঢাকায় আরো ২৯ ভবনে পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় সোমবার অভিযান চালিয়ে আরো ২৯টি ভবনের পরিষেবা বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স। অবৈধভাবে কারখানা পরিচালনা করার অভিযোগে বিচ্ছিন্ন করা হয়েছে এসব ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।

এ নিয়ে বিগত চার দিনে মোট ৭৬টি হোল্ডিং-এর পরিষেবা বিচ্ছিন্ন করা হল। এ অভিযান আগামী ১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রতিদিন নগর ভবন হতে সকাল সাড়ে দশটা নাগাদ টাস্ক ফোর্স অভিযানে বের হয়। ৫ নং কমিটি কর্তৃক তাঁতিবাজার এলাকায় মোট ৭টি, ২নং কমিটি কর্তৃক হরনাথ ঘোষ ও নন্দকুমার দত্ত রোডের ৮টি হোল্ডিং ১নং কমিটি কর্তৃক হাজারীবাগের নীলাম্বর এবং মনেশ্বর রোড এলাকার মোট ৮টি হোল্ডিং এবং ৩নং কমিটি কর্তৃক ৬টি সহ মোট ২৯টি কারখানার পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে, টাস্ক ফোর্সের অভিযানকালে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হোল্ডিং-এর মধ্য হতে মোট ১৫টি কারখানার মালিক কারখানাগুলিতে পুন:পরিষেবা সংযোগ প্রদানের জন্য মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বরাবর আবেদন করেছেন।

আবেদনের প্রেক্ষিতে টাস্ক ফোর্স কর্তৃক যাচাই করে ইতোমধ্যে ৮টি কারখানা পরিষেবা পুন:সংযোগ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়