ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাইম ব্যাংকের সহজ জয়ে এনামুলের সেঞ্চুরি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাইম ব্যাংকের সহজ জয়ে এনামুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : অসাধারণ বোলিংয়ে লেজেন্ডস অব রূপগঞ্জকে অল্প রানে গুটিয়ে দিয়ে জয়ের অর্ধেক কাজটা করে দিয়েছিলেন বোলাররা। দারুণ এক সেঞ্চুরিতে বাকি কাজটা সারলেন এনামুল হক বিজয়। রূপগঞ্জকে সহজেই ৯ উইকেটে হারিয়ে জয়ে ফিরল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। প্রাইম ব্যাংক সেটি পেরিয়ে যায় ১১১ বল বাকি থাকতেই।

জয় দিয়ে এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল প্রাইম ব্যাংক। তৃতীয় ম্যাচে আবার জয়ের স্বাদ পেল তারা। টানা দুই জয়ের পর প্রথম হার দেখল রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানেই আজমির আহমেদের উইকেট হারায় রূপগঞ্জ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। মোহাম্মদ নাঈম ও জাকের আলী ছাড়া বলার মতো কিছু করতে পারেননি আর কেউই।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম ৪৩ বলে ৮ চার ও এক ছক্কায় করেন সর্বোচ্চ ৫২ রান। জাকের ৬৪ বলে ৫ চারে করেন ৪৭। আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান অধিনায়ক নাঈম ইসলামের ১৫ রান তৃতীয় সর্বোচ্চ।



প্রাইম ব্যাংকের হয়ে ছয়জন হাত ঘুরিয়ে আল-আমিন ছাড়া সবাই উইকেট পেয়েছেন। ৮ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন মোহর শেখ। ২টি করে উইকেট নেন আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, আরিফুল হক এবং অলক কাপালিও।

রাজ্জাক ১০ ওভারে ২৫, আরিফুল ৯ ওভারে ৩৮, আল-আমিন ৮ ওভারে ৪৮ ও কাপালি ৭ ওভার এক বলে দেন মাত্র ১২ রান।

ছোট লক্ষ্য তাড়ায় ১২৫ রানের উদ্বোধনী জুটিতে প্রাইম ব্যাংককে ভালো সূচনা এনে দেন এনামুল ও রুবেল মিয়াঁ। রুবেল ৬১ বলে ৪ চারে নাবিল সামাদকে ফিরতি ক্যাচ দিলে ভাঙে এ জুটি। সুদীপ চ্যাটার্জির সঙ্গে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে বাকি কাজটা সারেন এনামুল।

জয়ের জন্য প্রাইম ব্যাংকের যখন দরকার ৩ রান, এনামুলের রান তখন ৯৯। আজমিরের বলে সিঙ্গেল নিয়ে তিনি তুলে নেন এবারের ঢাকা লিগে নিজের প্রথম সেঞ্চুরি। এক বল পর চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সুদীপ। ১১১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০০ রানে অপরাজিত ছিলেন এনামুল। ১৫ রানে অপরাজিত থাকেন সুদীপ।

ম্যাচসেরার পুরস্কার জেতেন সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়।




রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়