ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র শবেবরাত  উপলক্ষে সোমবার (২২ এপ্রিল) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বুধবার এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিল রোববারের  পরিবর্তে ২২ এপ্রিল সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে পবিত্র শবেবরাত উপলক্ষে ঘোষিত ২১ এপ্রিলের ছুটি ২২ এপ্রিল নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।

এ প্রজ্ঞাপনটিও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়