ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব পেশাগত নিরাপওা ও স্বাস্থ্য দিবসে র‌্যালি

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব পেশাগত নিরাপওা ও স্বাস্থ্য দিবসে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : ‘বিশ্ব পেশাগত নিরাপওা ও স্বাস্থ্য দিবস ২০১৯’ উপলক্ষ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কমপ্লায়েন্স বিভাগের উদ্যোগে সকলকে সচেতন করার লক্ষ্যে একটি র‌্যালির আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘নিরাপওা ও স্বাস্থ্য এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ’।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় রোববার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এডমিন ভবন থেকে র‌্যালি শুরু হয়ে ওয়ালটন মাইক্রোটেকে গিয়ে শেষ হয়।
 


এ সময় উপস্থিত ছিলেন হেড অব এইচআর অবসরপ্রাপ্ত কর্নেল এস.এম. শাহাদাৎ আলম (এক্সিকিউটিভ ডিরেক্টর), ডেপুটি অব এডমিনিস্ট্রেশন মো. কায়সারুল ইসলাম (ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর), ডেপুটি অব জেনারেল প্রোডাকশন মো. নাসিরউদ্দিন (এডিশনাল ডিরেক্টর), মো. ওসমান গনী (সিনিয়র ডেপুটি ডিরেক্টর), ইনচার্জ অব কমপ্লায়েন্স বিভাগ মো. সাদেকুর রহমান (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী।
 


র‌্যালি শেষে এক্সিকিউটিভ ডিরেক্টর শাহাদাৎ আলম এবং মো. সাদেকুর রহমান ‘নিরাপওা ও স্বাস্থ্য’ বিষয়ে মুল্যবান বক্তব্য প্রদান করেন।

 

 

রাইজিংবিডি/২৯ এপ্রিল ২০১৯/শাহরিয়ার/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়