ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি টাকা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মেগা প্রকল্প পদ্মাসেতুতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৩৭০ কোটি ৬৯ লাখ টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ স্লোগান সংবলিত এই বাজেট পেশ শুরু করেন। এটি অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। বাজেট ঘোষণার সময় এডিপি ও মেগা প্রকল্পগুলোর বরাদ্দও উত্থাপিত হয়।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে পদ্মা সেতুর বরাদ্দ ছিল ২ হাজার ৬৫৬ কোটি টাকা। সে তুলনায় আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ছে ২ হাজার ৭১৪ কোটি ৬৯ লাখ টাকা।

সব মিলিয়ে বড় ১০ প্রকল্পের বরাদ্দ থাকছে প্রায় ৩৯ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫১৮ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২৪ হাজার ৭৯৪ কোটি ৯৯ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন। এজন্য মেগা প্রকল্পগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়