ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে শ্রম আইন’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে শ্রম আইন’

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি ইমরান আহমেদ বলেছেন, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে শ্রম আইন  সহায়ক ভূমিকা পালন করছে।

শনিবার রাজধানীতে ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে (ডিবিআই) ‘ডিসিপ্লিনারি অ্যাকশন, ডোমেস্টিক ইনকোয়ারি অ্যান্ড এমেন্ডেড লেবার ল ২০১৩ অ্যান্ড ২০১৮’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমিক আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আইনি বাধ্যবাধকতা মেনে চলার পাশাপাশি একটি সুস্থ কর্মপরিবেশ সৃষ্টি ও বজায় রাখার জন্য শ্রম আইন পরিপালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পরিচালক এনামুল হক পাটোওয়ারী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে লেবার ল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  তাই মালিক ও শ্রমিক সুসম্পর্ক গড়ার জন্য লেবার ল সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা থাকা উচিত।

ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব ও ডিবিআইর নির্বাহী পরিচালক মো. জয়নাল আব্দীন তার বক্তব্যে অংশগ্রহণকারীদের সন্তুষ্টি ও ইতিবাচক মূল্যায়নের জন্য ধন্যবাদ জানান।

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুলাই ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়