ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট রাণী ম্যাক্সিমা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট রাণী ম্যাক্সিমা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

রাণী ম্যাক্সিমা জাতীয় পরিচয় সিস্টেম প্রবর্তন ও তা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিতে লিঙ্ক করার কথা জানানোসহ লিঙ্গ বৈষম্য হ্রাসের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশল প্রণয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া তিনি আর্থিক উদ্ভাবনের বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ে একটি নতুন অফিস স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ বাংকের গভর্নর ফজলে কবির রাণী ম্যাক্সিমাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মকে অন্তর্চালিত করার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পাশাপাশি দেশের প্রথম জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এজেন্ট ব্যাংকিং এবং এসএমই ঋণের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দেয়াসহ বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি ও নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা সম্পর্কেও জানান গভর্নর।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়