![]() |
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপ।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলার নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই শুভেচ্ছা জানানো হয়।
ওয়ালটনের পক্ষ থেকে নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/সুমন/ইভা