ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামের গোমদন্ডিতে ওয়ালটন প্লাজার যাত্রা শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের গোমদন্ডিতে ওয়ালটন প্লাজার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডিতে যাত্রা শুরু করেছে ওয়ালটন প্লাজা।

রোববার দুপুরে গোমদন্ডি ফুলতল বাজারের আলী কমপ্লেক্সে এ প্লাজা উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিএসডি-২ হেড) আরিফুল ইসলাম। উদ্বোধনের পর মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা হয়।

কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মার্কেটের মালিক মোহাম্মদ ইউসুপ, ওয়ালটন মোবাইল মনিটর মোর্শেদ তালুকদার, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খান, চট্টগ্রাম পূর্ব জোনের এরিয়া ম্যানেজার আরিফ মহিউদ্দিন, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, ডিভিশনাল আইটি ইনচার্জ মহিদুল আজম চৌধুরী, ওয়ালটন সার্ভিস সেন্টার (পটিয়া) ইনচার্জ মোহাম্মদ আরিফ, পটিয়া ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সালাউদ্দিন খন্দকার, দোহাজারী প্লাজার বিপুল খান, লোহাগাড়া প্লাজার সুজন সাহা, চকরিয়া প্লাজার মাজেদুর রহমান, ইদগাঁও প্লাজার মোহাম্মদ জুয়েল, কক্সবাজার প্লাজার শফিকুল মওলা, চট্টগ্রাম আগ্রাবাদ প্লাজার সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন, ইপিজেড প্লাজার মো. মহিউদ্দিন, নেভি গেট প্লাজার আবদুল মজিদ, লালখান বাজার প্লাজার রাহাত খান সুমন, হালিশহর প্লাজার জহিরুল ইসলাম সুজন, জিইসি প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম, অক্সিজেন প্লাজার আবদুল হাই মাসুদ, বহদ্দার হাট প্লাজার সৌরভ হোসাইন, সিটি গেট প্লাজার মনির হোসেন, সীতাকুণ্ড প্লাজার মেহেদী হাসান, চাক্তাই প্লাজার জয়পাল বড়ুয়া এবং বোয়ালখালী প্লাজার ব্যবস্থাপক খালেদুল ইসলাম প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুল ইসলাম বলেন, গ্রাম পর্যায়ে অতি সহজে এবং কিস্তি সুবিধায় ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বোয়ালখালীতে ওয়ালটন প্লাজা যাত্রা শুরু করল। এই প্লাজা থেকে স্থানীয় সব শ্রেণির মানুষ ন্যূনতম ডাউন পেমেন্টে কিস্তিতে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। এ প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে।

নতুন যাত্রা করা ওয়ালটন বোয়ালখালী প্লাজার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদুল ইসলাম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন। আগামীতে ওয়ালটনের পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান খালেদুল ইসলাম। 


রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ জুলাই ২০১৯/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়