ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন  প্রতিরোধে কর্মশালা

অর্থনৈতিক প্রতিবেদক : পদ্মা ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কর্মশালায় শাখা পর্যায়ের ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের যথাযথ পরিপালন এবং সচেতনতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি মোহাম্মদ জাবেদ আমিন। এসভিপি এ এস এম আসাদুল ইসলাম এবং ভিপি রাশেদুল করিম প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়