ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

রাইজিংবিডি ডেস্ক : ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মেগা পর্বের ও দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার আবদুর রাজ্জাক। এ ছাড়া ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন সেলস) রশিদুর রহমান সবুর, সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন সেলস) মোহাম্মদ হুমায়ুন কবীর ও ক্রীড়া বিভাগের প্রধান তারেক মাহমুদ উপস্থিত ছিলেন।

মেগা পর্বের ড্রয়ে ৫৫ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি পেয়েছেন ঢাকার বাসাবোর সজীব ও দ্বিতীয় পর্বের ড্রয়ে ৪৯ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি পেয়েছেন ঢাকার মিরপুরের বাসিন্দা রতন।

এ ছাড়া মেগা পর্বের বিজয়ীদের মধ্যে দুই টন ওয়ালটন এয়ারকন্ডিশনার পেয়েছেন নারায়ণগঞ্জের পাগলা এলাকার সেলিম। ৪৯ ইঞ্চি এলিডি টিভি পেয়েছেন ঢাকার মিরপুর-১০ এর সিয়াম। ওয়ালটন ৩৯ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন মিরপুরের জাহানাবাদের রুবেল ও সিরাজগঞ্জের এস এম আনোয়ার কবীর। সাড়ে ১২ সিএফটি রেফ্রিজারেটর পেয়েছেন সাভারের হেমায়েতপুরের সালমা ও বগুড়ার মালতিনগরের দিবাকর বসাক। রংপুরের মো. রেজাউল করিম, কুমিল্লার মোগলটুলীর মো. সাঈদ আনোয়ার ও কুড়িগ্রাম উলিপুরের মো. সুজন পেয়েছেন ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি ।

এ ছাড়া ওয়ালটনের স্মার্টফোন পেয়েছেন খুলনার শেখ টুটুল, ঢাকার মিরপুরের আনন্দনগর এলাকার শাহাবুদ্দিন, মিরপুর-১৩ এর আবু ইউসুফ খান, বনশ্রীর ফিদা কবির, চট্রগ্রামের নাসিরাবাদের খালেদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী জসীমউদ্দিন, পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের মো. আজিজুর রহমান, বাড্ডার সায়েল, হাতিরপুলের মো. আলী রাজ, মিরপুরের বাগবাড়ির সজল।

দ্বিতীয় পর্বের বিজয়ীদের মধ্যে দেড় টন ওয়ালটন এয়ারকন্ডিশনার পেয়েছেন ঢাকার তেজগাঁওয়ের খায়রুনেছা। আর সাড়ে ১২ সিএফটি রেফ্রিজারেটর পেয়েছেন কুমিল্লার মানহা। ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন ঢাকার মান্ডার মিম, মানিকনগরের তাপসী। এ ছাড়া ব্লেন্ডার পেয়েছেন আরো ১০ জন।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়