ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিমা কোম্পানিকে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিমা কোম্পানিকে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে’

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, যে সকল বিমা কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করেনি তাদেরকে আগামী তিন মাসের মধ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অর্থমন্ত্রী এক সভায় তিনি এ কথা বলেন।

এ সভায় তিনি বলেন, ‘যে সকল বিমা কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করেনি তাদেরকে আগামী তিন মাসের মধ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে। এর আগেও এ সকল কোম্পানিকে সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারা ওই সময়ের মধ্যে প্রবেশ করেনি তাই তাদেরকে আবারো সময় বেঁধে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দেশের সকল ধরণের ছোট-বড় ভবন যেমন-অফিস-বাসা এগুলো বীমার আওতায় আসতে হবে ।’

প্রতিটি নাগরিককে বীমার আওতায় আসার ব্যাপারে তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিককে বীমার আওতায় আসতে হবে কারণ উন্নত দেশের মানুষসহ সামান্য পশুদের বিমা করা হয়। তাই আমাদেরও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এ সকল উদ্যোগ নিতে হবে।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশে জীবন ও সাধারণ বীমার ৭৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪৭টি কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত।  বাকি ৩১টি কোম্পানি এখনও তালিকাভুক্ত হয়নি।  আগামী তিন মাসের মধ্যে এসব বীমা কোম্পানিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে হবে।  না হলে তাদের সনদ বাতিল করা হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এক দেশে দুই রকম হতে পারে না।  কেউ পুঁজিবাজারে থাকবে আর কেউ এর বাইরে থাকবে- এটা ঠিক না। আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যেই বাইরে থাকা ৩১ কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় চার ধাপে এদের লাইসেন্স বাতিল করা হবে।’

তিনি বলেন, ‘সরকার একটা উদ্দেশ্যকে সামনে রেখে বীমা কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়ে থাকে। সরকারের উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে।  বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে আসলে বাজার আরও শক্তিশালী হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ বীমা সমিতির সভাপতি শেখ কবির হোসেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫সেপ্টেম্বর২০১৯/ হাসিবুল /জেনিস/ শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়