ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘আরো ট্যাক্স সুবিধা দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আরো ট্যাক্স সুবিধা দেওয়া হবে’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনে আরো ট্যাক্স সুবিধা দেয়া হবে। এভাবে পুঁজিবাজার চলতে পারে না। এর উন্নয়ন করতে হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে সমতবিনিময়’ সভা করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এভাবে তো চলতে দেয়া যায় না। এটা নিশ্চয় উন্নয়ন করতে হবে।’

তিনি আরো বলেন,  ‘বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি তা যথেষ্ট ভালো ট্যাক্স সুবিধা। যেমন  ১০ টাকার শেয়ার কেউ ২০ টাকা দিয়ে কিনে ৩০ টাকা বিক্রি করলে প্রতি শেয়ারে ১০ টাকা লাভ হয়। সেই হিসাবে ১ হাজার শেয়ার বিক্রি করলে আমার ৩০ হাজার টাকা গেইন হয়। এই ৩০ হাজার টাকার ওপর কোনো ট্যাক্স নাই। আরো অনেক সুবিধা আমরা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিদেশি যেসব প্রতিষ্ঠান আছে, তারা হয়তো চলে যাবে। তারা কোনোভাবেই তারা চলে যাবে না। প্রয়োজনে হলে মধ্যস্থতা করে আমরা তাদেরকে রাখব।’


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/জেনিস        

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়