ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

বর্তমান ২০১৯-২০ অর্থবছরে আগস্ট পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার চার দশমিক ৪৮ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এই তথ্য জনান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগস্টে এডিপি বাস্তবায়নের হার ৪ দশমিক ৪৮ শতাংশ। টাকার অংকে নয়হাজার ৬২৬ কোটি টাকা। যা গত অর্থবছরে এই সময় ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। টাকার অংকে ছয়হাজার ৩১৮ কোটি টাকা।’

তিনি আরো বলেন, ‘অর্থাৎ বাস্তবায়নের হার বেড়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। তা টাকার অংকে তিনহাজার ৩০৮ কোটি টাকা জানান মন্ত্রী।’


ঢাকা/হাসিবুল/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়