ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পুণঃঅর্থায়নে চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পুণঃঅর্থায়নে চুক্তি

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে পাট খাতে সহায়তা দেয়ার জন্য ৩০০ কোটি টাকার পুণঃঅর্থায়ন তহবিলের আওতায় চুক্তি হয়েছে।

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে পাট খাতে সহায়তা দেয়ার জন্য পুণঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ দেয়ার জন্য অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান এবং দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় এসএসই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা/নাসির/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়