ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিন মাসে সাড়ে ৪ বিলিয়নের বেশি রেমিট্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন মাসে সাড়ে ৪ বিলিয়নের বেশি রেমিট্যান্স

নতুন অর্থবছরের (২০১৯-২০) শুরু থেকেই রেমিট্যান্সের প্রবাহ ভালো। এ ধারা অব্যাহত আছে। অর্থবছরের প্রথম তিন মাসেই সাড়ে ৪ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবাসীরা ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৬৪ কোটি ডলার। গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বৈধ পথে রেমিট‌্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর ফলে রেমিট্যান্স বেড়েই চলছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের তৎপরতায় হুন্ডি ব্যবসা এখন মৃতপ্রায়। পাশাপশি রেমিট্যান্সে প্রণোদনার সিদ্ধান্ত প্রবাসী আয়ের গতি বাড়িয়েছে।

বর্তমানে রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে। ১ জুলাই থেকে এটা কার্যকর হয়েছে। প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে তারা ২ টাকা প্রণোদনা পাবেন। বাজেটে এ খাতে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

ঢাকা/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়