ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চলছে প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক শিক্ষামেলা

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলছে প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক শিক্ষামেলা

পঞ্চম বারের মতো হচ্ছে প্রিমিয়ার ব্যাংক ইন্টারন‌্যাশনাল এডুকেশন এক্সপো। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুক্রবার শুরু হয় দুই দিনব‌্যাপী এ শিক্ষামেলা।

দেশের সবচেয়ে বড় এ শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ, ব্র্যান্ড মার্কেটিং এবং জনসংযোগ বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, আয়োজক কমিটি ফ্যাকড-ক্যাবের প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানসহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এ শিক্ষামেলার আয়োজন করেছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব)। এতে থাকছে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড়। এছাড়াও আছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ।

শিক্ষামেলায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিচ্ছে।

 

ঢাকা/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়