ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ : বিশ্বব্যাংক

চলতি ২০১৯-২০ অর্থবছরে মোট দেশ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ রিপোর্টে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, এ বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হওয়ার কথা বলা হলেও তা ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপির মোট প্রবৃদ্ধির মধ্যে কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, যা গত অর্থবছর সরকারি হিসেবে হয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। শিল্পখাতে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৯ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৩ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬ দশমিক ৫ পাঁচ শতাংশ।


ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়