ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটনের স্পন্সরে ঈদ কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের স্পন্সরে ঈদ কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশীয় পণ‌্য নির্মাতা ওয়ালটন ও ক্যামব্রিয়ান স্কুল অ‌্যান্ড কলেজের স্পন্সরে ‘ঈদ কুইজ পুরস্কার বিতরণ-২০১৯’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে এটিএন বাংলা কার্যালয়ে ঈদের বিশেষ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দুই বাংলার সংস্কৃতি বিনিময়ের মাধ্যমকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি ভারতের দর্শকদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখার সুযোগ করে দেয়ারও আহ্বান জানান।

এটিএন বাংলার এ বছরের ঈদের অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল বৈচিত্রে ভরপুর। দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার অন্যতম অর্কষণ ছিল কুইজ প্রতিযোগীতা। সারাদেশ থেকে কয়েক লাখ দর্শক এ কুইজ প্রতিযোগীতায় অংশ নেন।

রাজধানীর কওরানবাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কুইজ প্রতিযোগীতায় স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সাথে থাকার জন্য ওয়ালটন ও ক্যামব্রিয়ান- এ দু’টি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

কুইজ প্রতিযোগীতার তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ‌্যে ওয়ালটনের মোবাইল ফোন ও টেলিভিশন পুরস্কার দেয়া হয়। ক্যামব্রিয়ানের সৌজন্যে মেগা পুরস্কার ৩ রাত ৪ দিনের ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ বিমান টিকেট দেয়া হয়।

এটিএন বাংলার চেয়ারম‌্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে ওয়ালটন সব সময় আমাদের পাশে ছিল, আশাকরি আগামীতেও থাকবে।’

ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর, মিডিয়া অ‌্যান্ড ব্রান্ডিং) হুমায়ূন কবীর বলেন, ‘কুইজ বিজয়ীদের জন‌্য ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেরিতে হলেও বিজয়ীদের পুরস্কার দিতে পেরেছি, সেজন‌্য ভালো লাগছে। এ ধরনের অনুষ্ঠানে ওয়ালটন আগেও এটিএন বাংলার পাশে ছিল, ভবিষ‌্যতেও থাকবে।’

তিনি আরো বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের পণ‌্য। দেশে উৎপাদিত দেশীয় পণ‌্য কিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে দেশীয় পণ‌্য ব‌্যবহারে উদ্বুদ্ধ হতে হবে। তবেই দেশ অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে দেশে বড় বড় ফ‌্যাক্টরি তৈরি হবে। এতে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব দূর হবে। দক্ষ লোক দেশের উন্নয়নে সহায়ক। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। কর্মসংস্থান বাড়াতে চাই। বর্তমানে দেশের প্রায় ২৫ হাজার মানুষ ওয়ালটনে কর্মরত রয়েছে। ’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এটিএন বাংলার ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ঢাকা/আরজু/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়