ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সিপিডি কাদের নুন খায় তা জানা নেই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিপিডি কাদের নুন খায় তা জানা নেই’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সিপিডি সব সময় নিজস্ব লাইনে চলে এবং কথা বলে। তাদের অবস্থান এবং আমার অবস্থান এক নয়। আমি দেশের জনগণের নুন খাই, তাই দেশের জনগণের কথা বলি। সিপিডি কাদের নুন খায় তা আমার জানা নেই।

সোমবার আগারগাঁও নিজ দপ্তরে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সিপিডি দেশের অর্থনীতি নিয়ে যে বক্তব‌্য দিয়েছে তা দুঃখজনক। সিপিডির রেভিনিউ কোথা থেকে আসে? দেশের জনগণের জন‌্য তারা কী করেছে? কয়জন লোকের চাকরি দিয়েছে?

আ হ ম মুস্তফা কামাল বলেন, সিপিডি গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু তাদের টাকা কোথা থেকে আসে? সরকারের তো রেভিনিউ পাওয়ার জায়গা আছে। ওরা কোথা থেকে রেভিনিউ পায়? এই প্রশ্নের জবাব আমি চাই। এটা সম্পর্কে আমি তাদের কাছ থেকে পরিষ্কার স্ট্যাটমেন্ট চাই।

সিপিডি যে সব সময় খারাপ বলে, তা নয় বলেও মনে করেন মুস্তফা কামাল। তার বক্তব্য, ‘সিপিডি কিছু গঠনমূলক তথ্যও দেয়। কিন্তু অনেক সময় গঠনমূলক তথ্য দিতে গিয়ে বাড়িয়ে বলে।’

সিপিডির ব্যাখ্যা প্রত্যাখান করে তিনি বলেন, ‘দেশে প্রবৃদ্ধি হচ্ছে কি না হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে কি না হচ্ছে, এটা আপনারা ভালো জানেন। ২০০১ সালে ৫৬ দশমিক ৭ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে ছিল।  সেটা কমে এখন ২০ শতাংশের কাছাকাছি।  এই যে দরিদ্র দূর হলো, এটা কীসের হাত ধরে হয়েছে। এটা সম্ভব হয়েছে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে। আর কোনোরকম ম্যাজিক আমাদের হাতে নেই।’

তিনি বলেন, অন্যদের কতটা বাড়ছে, সেটা বললে আমার কাছে পরিষ্কার হত।  আমরা একা নই, বিশ্বের অংশ। এখন সারা বিশ্বে একটা টানাপোড়েন চলছে। আমেরিকার সঙ্গে চায়নার, আমেরিকার সঙ্গে ইউরোপের বাণিজ্যযুদ্ধ চলছে।  ইউরোপে ব্র্যাক্সিট নিয়ে দীর্ঘদিন ধরে একটা অস্থিরতা যাচ্ছে। এই পরিস্থিতি বিশেষ করে আমাদের রপ্তানি বাণিজ্য এটা একটু ঝুঁকির মধ্যে থাকবেই।  ভালো করে না, এটা সরকারের দায়িত্ব। এই পরিস্থিতি আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই মোকাবিলা করতে পারব।’

 

ঢাকা/হাসিবুল/সনি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়