ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেলায় ২১ প্রতিষ্ঠানের ২৯৩ কোটি টাকা কর প্রদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ২১ প্রতিষ্ঠানের ২৯৩ কোটি টাকা কর প্রদান

আয়কর মেলার শেষদিনে ব্যাংক ও বীমার ২১টি প্রতিষ্ঠান ২৯৩ কোটি টাকার পে-অর্ডার জমা দিয়েছে।

বুধবার মেলা প্রাঙ্গনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার হাতে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা করের ওই অর্থ তুলে দেন। প্রতিষ্ঠানগুলো বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-এর আওতাধীন।

এর মধ‌্যে ব্যাংক খাতের প্রতিষ্ঠান- আইএফসি ব্যাংক আয় কর বাবদ ৫০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। ট্রাস্ট ব্যাংক ২৫ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ১০ কোটি,  মধুমতি ১০ কোটি, যমুনা ব্যাংক ১০ কোটি, ন্যাশনাল ব্যাংক ২০ কোটি, ডাচবাংলা ব্যাংক ২০ কোটি, প্রাইম ব্যাংক ১০ কোটি, সিটি ব্যাংক ২০ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ কোটি, ঢাকা ব্যাংক ১৫ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ১০ কোটি, ব্যাংক এশিয়া ১০ কোটি, পূবালী ব্যাংক ১০ কোটি, উত্তরা ব্যাংক, ১০কোটি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১০কোটি, ব্রাক ব্যাংক ১০কোটি টাকার চেক ও পে- অর্ডার জমা দিয়েছে।

এছাড়াও সাধারণ বিমা করপোরেশন ১০ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১০ কোটি, বেক্সিমকো লিমিটেড ২ কোটি এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ১ কোটি টাকার চেক ও পে-অর্ডার জমা দিয়েছে।

এর আগের মেলার প্রথম দিন ইসলামী ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন এবং বৃটিশ আমেরিকান টোবাকো ২০০ কোটি টাকার কর প্রদান করেছে।

এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘করদাতারা আয়কর মেলাকে নির্ভরযোগ্য মনে করেন। আমাদের কর অফিসেও এমন নির্ভরযোগ্যভাবে কর দিতে পারবেন। ট্যাক্স অফিসেও নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সঙ্গে কর দিতে পারবেন। যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এনবিআর চেয়্যারম্যান জানান, শেষ দিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। তবে যতক্ষণ করদাতারা থাকবেন, ততক্ষণ তাদের সেবা দেয়া হবে। আমরা করের আওতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। করদাতাদের উদ্বুদ্ধ করছি। মেলাও এরই একটি অংশ।’

আয়কর মেলা বুধবার শেষ হলেও ৩০ নভেম্বর পর্যন্ত কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

 

ঢাকা/এম এ রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়