ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় মার্সেলের সেলস ওয়ার্কশপ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় মার্সেলের সেলস ওয়ার্কশপ

কুমিল্লায় দেশের জনপ্রিয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেলের  এসি সেলস প্রমোশনাল বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

জেলার হোমনা থানার ডিস্ট্রিবিউটর মেসার্স আল-নূর ইলেক্ট্রনিক্স এ ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে প্রায় ৫০ জন  ডিস্ট্রিবিউটর অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মেসার্স আল-নূর ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী আরিফুল হক বলেন, ‘মার্সেল ব্র্যান্ডের এসি’র  জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে মার্সেল এসি বাজারে বিক্রির দিক থেকে অন্যতম শীর্ষে অবস্থান করছে।  ক্রেতারা মার্সেল এসি’র সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছে। বিগত বছরের  তুলনায় এসির মান ভালো হওয়ায় বিক্রি বৃদ্ধি পাচ্ছে। আগামী বছর আরো বেশি বিক্রি হবে বলে আশা করি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মার্সেল মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর মো. নুরুল ইসলাম রুবেল বলেন, ‘মার্সেলে চলছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-৫। এই ক্যাম্পেইনে মার্সেল ব্র্যান্ডের এসি কিনে গ্রাহক ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে পেতে পারেন ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি। এ ছাড়া মার্সেল এসি শতকরা ৬০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। শতকরা ২৫ ভাগ ডিসকাউন্টে যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন পাওয়ার সুযোগ রয়েছে। আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনস্টেলেশন চার্জ ফ্রি এবং  ইনভার্টার কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি।’

এ ছাড়া তিনি আগামী বছরের বাংলাদেশের এসি’র সম্ভবানাময় মার্কেট নিয়ে আলোচনা করেন। গরম কাল আসার আগেই পর্যাপ্ত এসি মজুদ করতে ডিস্ট্রিবিউটদের পরামর্শ দেন।

ওয়ার্কশপে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মো. শওকত হোসেন, গৌরীপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. এলিয়াস হোসেন এবং এসি সেলস ডেভেলপমেন্টের মো. সাফায়েত হোসেন।



ঢাকা/জেনিস/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়