ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বর্ণ আমদানির লাইসেন্স পেল ১৮ প্রতিষ্ঠান

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বর্ণ আমদানির লাইসেন্স পেল ১৮ প্রতিষ্ঠান

স্বর্ণ আমদানির ডিলারশিপের জন্য একটি ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রাথমিকভাবে দু'বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের সন্তুষ্টির ভিত্তিতে লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত হবে।

কেন্দ্রীয় ব্যাংকে রোববার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ডিলারশিপের অনুমোদনের কপি হস্তান্তর করা হয়। তবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

নির্দিষ্ট নীতিমালার আওতায় লাইসেন্সের জন্য আবেদন চেয়ে গত ১৯ মার্চ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। পাঁচ লাখ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফটসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করতে বলা হয়। ওই দিন পর্যন্ত দু'টি ব্যাংকসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে এদের মধ্য থেকে ১৮টি প্রতিষ্ঠানকে 'গ্লোল্ড ডিলার লাইসেন্স' দেওয়া হয়েছে।

 

ঢাকা/হাসান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়