ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ডিএসই

স্টেকহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি ০ দশমিক ৫৪ টাকা হিসেবে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে পর্ষদ ৫ শতাংশ বা শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসেবে মোট ৯০ কোটি ১৯ লাখ টাকার লভ্যাংশ দেয়া হবে। বাকি ৭ কোটি ২৯ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

অন্যদিকে ডিএসইর ২০১৭-১৮ অর্থবছরে শেয়ার প্রতি ০.৫৮ টাকা হিসেবে ১০৪ কোটি ৪৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসেবে মোট ৯০ কোটি ১৯ লাখ টাকার লভ্যাংশ দেয়া হয়। বাকি ১৪ কোটি ৩০ লাখ টাকা রিজার্ভে যোগ হয়।


ঢাকা/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়