ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্লক মার্কেটে ৯ কোম্পানির লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্লক মার্কেটে ৯ কোম্পানির লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট নয়টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।

কোম্পানিগুলোর ছয় লাখ ৫৮ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য নয় কোটি তিন লাখ টাকা।

মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ তিন কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা। তিন কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি। এছাড়া তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিম কোম্পানির ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণ ফোন, নর্দার্ণ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, স্কয়ার ফার্মা ও জাহিন স্পিনিং লিমিটেড।


ঢাকা/নাসির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়