ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৪ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৪ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।

আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৭৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৯৫ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

 

ঢাকা/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়