ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রপ্তানিতে নগদ সহায়তার উৎসে কর কমলো

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রপ্তানিতে নগদ সহায়তার উৎসে কর কমলো

পণ্য রপ্তানিতে আরো সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য রপ্তানিতে নগদ সহায়তার ওপর উৎসে কর অর্ধেক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে এ ক্ষেত্রে ১০ শতাংশ উৎসে কর আদায় করা হতো। চলতি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুয়োগ বলবৎ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গত ৯ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনটি সম্প্রতি জারি করা হয়েছে।

আইআরডির প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশন (৪) এর ক্লজ (বি) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার রফতানি নগদ ভর্তুকির (নগদ সহায়তা) ওপর উৎসে কর কর্তনের হার দশ শতাংশ থেকে হ্রাস করে পাঁচ শতাংশ নির্ধারণ করা হল।

এতে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে এবং ইহা আগামী ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

সূত্র জানায়, সম্প্রতিকালে রপ্তানি আয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি নতুন নতুন পণ্য রপ্তানিতে উৎসাহ দিতে সরকার এ পদক্ষপ নিয়েছে।


ঢাকা/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়