ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাগ্যবানদের হাতে উঠল পুরষ্কার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাগ্যবানদের হাতে উঠল পুরষ্কার

গত ৪ জানুয়ারি সমকাল কার্যালয়ে হয়েছিল ওয়ালটন ও মিনিস্টারের সৌজন্যে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কুইজের ড্র। কুইজে অংশ নেয়া বিপুলসংখ্যক পাঠকের মধ্য থেকে ড্রতে নাম উঠেছিল ভাগ্যবান ৩০ জনের।

দেড় মাসের ব্যবধানে সোমবার লটারিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। দুপুর থেকেই পুরষ্কার বিজয়ীদের আগমনে মুখর হয়ে ওঠে সমকাল কার্যালয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের উপস্থিতিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি আরো আলোকিত হয়। তার হাত থেকে পুরষ্কার নিতে পেরে গর্বিত বিজয়ীরা।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, চিফ রিপোর্টার লোটন একরাম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ন কবীর, মিনিস্টার হাইটেক পার্কের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, সমকালের ত্রক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, সিনিয়র রিপোর্টার সেকান্দার আলী, জেনারেল ম্যানেজার মার্কেটিং মো. ফরিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার সার্কুলেশন হারুনুর রশিদ, হিসাব বিভাগের এজিএম ইমাম আফজাল খানসহ বিভিল্পু বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের কুইজ ছাপানোর পরই বেশ সাড়া পাওয়া যায়। প্রতিদিনই সমকালের কার্যালয়ে জমা হতে থাকে কুইজের উত্তর সংবলিত পেপার কাটিং। জানুয়ারিতে ড্র অনুষ্ঠানের পর সোমবার হলো পুরষ্কার বিতরণ।

ওয়ালটনের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের কুইজের প্রথম পর্বের প্রথম পুরষ্কার এয়ারকন্ডিশনার জিতে নেন মিরপুরের ফারুক, দ্বিতীয় পর্বের প্রথম পুরষ্কার এলইডি টিভি জেতেন খুলনার শাহরিয়ার আর মিনিস্টারের সৌজন্যে কুইজের প্রথম পুরস্কার ফ্রিজ জেতেন সিলেটের তাসিন।

তবে সবাই এদিন পুরস্কার নিতে আসেননি। চট্টগ্রামের জুবাইয়ে খান, চাঁদপুরের ইশরাত, মিরপুরের আব্দুর রহিম, উত্তরার মিজান, নয়াপল্টনের মো. আতাউর, সাভারের সাহিম রানা, হবিগঞ্জের আতাউর, চকবাজারের লাকী কামাল, ব্রাহ্মণবাড়িয়ার আরিফুলকে পুরষ্কারের জন্য সমকাল কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

কুইজে অংশগ্রহণকারী এবং স্পন্সরদের ধন্যবাদ জানান সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ‘কুইজে অংশগ্রহণ করার জন্য পাঠকদের ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি পৃষ্ঠপোষকদের। অতীতেও ছিলেন, আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সঙ্গে থাকবেন। আর সমকাল বরাবরই ত্রক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে আসছে।’


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়