ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় বিমা দিবস। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) আয়োজিত দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার আইডিআর'র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। এ সময় দুই সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত থাকবেন।

এছাড়া বিমা দিবসে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা, বিমা মেলার স্টল পরিদর্শন, প্রামাণ্যচিত্র দর্শনসহ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক দুটি সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিমা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আগামী ১ মার্চ প্রথম জাতীয় বিমা দিবসের র‌্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ মার্চ বিকাল ৫টায় কনসার্ট আয়োজনেরও উদ্যোগ নেয়া হয়েছে।


ঢাকা/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়