ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একনেকে ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৪  হাজার  ১১৩ কোটি  ২৭ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।

অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকার ব্যয় করবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা। বিভিন্ন সংস্থা খরচ করবে ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা।

চলতি অর্থবছরের ২২তম একনেক সভায় পায়রা নদীর ওপর সেতু নির্মাণ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন প্রকল্পসহ নতুন ৭টি ও সংশোধিত দুইটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।


ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়