ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেমিট্যান্সে প্রণোদনা পাবেন সব প্রবাসী

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেমিট্যান্সে প্রণোদনা পাবেন সব প্রবাসী

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য ২ শতাংশ প্রণোদনা শুধু প্রবাসী শ্রমিকরাই নন, বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া সব প্রবাসীকেই দেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বাংলাদেশি শিপিং লাইন্স-এয়ারলাইন্সের বিদেশে অবস্থিত অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া) ও বিদেশি শিপিং লাইন্স-এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার-এয়ারক্রাফট পাইলটদের বিদেশে আয় বাবদ বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা পাবেন।  বিশ্বের বিভিন্ন দেশে, জাতিসংঘ বা অন্যান্য সংস্থা-প্রতিষ্ঠান ও বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া) কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বিদেশে অবস্থানের সময় অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে সে অর্থের ওপর তিনিও নগদ সহায়তা পাবেন।

এর আগে ২০১৯ সালের ৬ আগস্ট বৈধপথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ সহায়তার ঘোষণা দিয়ে বলা হয়েছিল, প্রবাসী শ্রমিকরা বৈধপথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা পাবেন।  নতুন প্রজ্ঞাপন জারি করে প্রণোদনা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।


ঢাকা/হাসান/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়