ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামের কাটগড়ে ওয়ালটন প্লাজা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের কাটগড়ে ওয়ালটন প্লাজা উদ্বোধন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সৈকত সংলগ্ন কাটগড় মোড়ে ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কাটগড়ের নুরজাহান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ প্লাজা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিভাগীয় প্রধান, পিএসডি-২) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, নুরজাহান কমপ্লেক্সের মালিক নুরুল আমীন চৌধুরী, ওয়ালটন গ্রুপের মোবাইল মনিটরিং কর্মকর্তা মোরশেদ তালুকদার, ক্রেডিট বিভাগের বিভাগীয় প্রধান আল আমিন সরকার ও কর্মকর্তা শফিকুল আজাদ।

ওয়ালটন চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরী, চট্টগ্রাম পূর্ব জোনের এরিয়া ম্যানেজার আরিফ মহিউদ্দিন, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা সীমান্ত শিকদার, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, চট্টগ্রাম আগ্রাবাদ প্লাজার জ‌্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন, নেভি গেট প্লাজার আবদুল মজিদ, অক্সিজেন প্লাজার ব্যবস্থাপক আবদুল হাই মাসুদ, জিইসি প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম, লালখান বাজার প্লাজার ব্যবস্থাপক রাহাত খান সুমন, চাক্তাই প্লাজার ব্যবস্থাপক জয়পাল বড়ুয়া, ইপিজেড প্লাজার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, হালিশহর প্লাজার ব্যবস্থাপক নাজমুল ইসলাম অনিক, হাটহাজারী প্লাজার ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম, সিটি গেট প্লাজার ব্যবস্থাপক মনির হোসেন, বহদ্দারহাট প্লাজার ব্যবস্থাপক সৌরভ হোসেন, কাটগড় প্লাজার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, চকবাজার প্লাজার ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।

ওয়ালটন গ্রুপের চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খান রাইজিংবিডিকে বলেন, ওয়ালটন বর্তমানে বাংলাদেশের এক নম্বর ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের বিভিন্ন পণ্য সব শ্রেণির মানুষের হাতে পৌঁছে দিতে কাটগড়ে নতুন প্লাজা উদ্বোধন করা হয়েছে। এটি চট্টগ্রাম নগরীর পশ্চিম জোনের নবম শো-রুম।

কাটগড় প্লাজার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ওয়ালটনের এ প্লাজা থেকে স্থানীয় মানুষ সহজ শর্তে কিস্তিতে ও নগদে বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ প্লাজায় ওয়ালটনের টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম অ‌্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। এতদিন পতেঙ্গা কাটগড় এলাকায় ওয়ালটনের নিজস্ব প্লাজা না থাকায় সাধারণ মানুষ কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। আজ এখানে নতুন প্লাজা চালু হওয়ায় কাটগড়বাসী সহজে ওয়ালটনের পণ্য কিনতে পারবেন।

উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ওয়ালটনের কাটগড় প্লাজা। প্রথম দিনেই অসংখ্য ক্রেতা কিস্তিতে ফ্রিজ ও টেলিভিশন কেনেন।

উল্লেখ্য, এখন ওয়ালটন প্লাজাগুলোতে ক্রেতাদের জন্য রয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬ এর আওতায় প্রতিদিন ৩৫ লাখ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ। একটি পণ্য কিনেই ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ৫ লাখ টাকা।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়