ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭৫০ কর্মীকে অগ্রিম বেতন দিলো প্রভাতী ইন্সুরেন্স

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৫০ কর্মীকে অগ্রিম বেতন দিলো প্রভাতী ইন্সুরেন্স

প্রায় সাড়ে সাতশ কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন অগ্রিম দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোমবার (২৩ মার্চ) কোম্পানিটি এই অগ্রিম বেতন দিয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষ জানায়, এটি শুধু বিমা সেক্টরে নয়, পুরো আর্থিক সেক্টরের জন্য একটি অনন্য নজির হয়ে থাকবে। 

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনারভাইরাসের কারণে সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় মার্চ মাসের বেতন ৫ এপ্রিলের পরে দেওয়া হতো।  কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কোম্পানি তার কর্মকর্তা কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেককে এভাবে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করে প্রতিষ্ঠানটি।

 

সুমন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়