ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাপ্তাহিক দর হ্রাসের শীর্ষে এ ক্যাটাগরির প্রাধান্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক দর হ্রাসের শীর্ষে এ ক্যাটাগরির প্রাধান্য

দেশের প্রধান শেয়ার বাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির মতোই দর হ্রাসের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য রয়েছে।

দর হ্রাসের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি ‘এ’ ক্যাটাগরির। বাকি ৪টি কোম্পানির মধ্যে ২টি ‘বি’ ও ২টি ‘জেড’ ক্যাটাগরির।

দর হ্রাসের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, প্যাসিফিক ডেনিমস, এমআই সিমেন্ট ফ্যাক্টরি, জনতা ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।

দর হ্রাসের শীর্ষে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- ম্যাকসন্স স্পিনিং ও তসরিফা ইন্ডাস্ট্রিজ।

দর হ্রাসের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বিদায়ী সপ্তাহে দর হ্রাসের শীর্ষে অবস্থান করতে বিএসআরএম।  কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৪.৩০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ৯.৫৫ শতাংশ।  সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট  ২ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৫২ লাখ ২ হাজার  টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫.১০ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.৯৩ শতাংশ।  সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৯১  লাখ ৩ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২২ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬.২০ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৮২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ১৬  লাখ ৫৫ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৪ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩.৯০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৮০ শতাংশ।  সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৬৩  লাখ ৬২ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ।  কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০.৫০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৭০ শতাংশ।  সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৬  লাখ ৬২ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস।  কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮.৫০ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৩৯  লাখ ৩ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা।

তালিকার সপ্তম স্থানে রয়েছে দুলামিয়া কটন। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫০.৮০ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৩ লাখ ২৫ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৮১ হাজার ২৫০ টাকা।

তালিকার অষ্টম স্থানে রয়েছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৩.৮০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.৩৭ শতাংশ।  সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

তালিকার নবম স্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪.৮০ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.১৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৯  লাখ ২৯ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২ লাখ ৩২ হাজার ২৫০ টাকা।

তালিকার দশম স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।  কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯.৫০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮.১০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ১১  লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২ লাখ ৭৯ হাজার টাকা।

 

এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়