ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে 'এ' ক্যাটাগরির ৯ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে 'এ' ক্যাটাগরির ৯ কোম্পানি

দেশের প্রধান শেয়ার বাজারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য রয়েছে। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি ‘এ’ ক্যাটাগরি। বাকি একটি কোম্পানি ‘বি’ ক্যাটাগরির।

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশনস, মতিন স্পিনিং মিলস, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এএমসিএল প্রাণ। আর ‘বি’ ক্যাটাগরির কোম্পানি সেন্ট্রাল ফার্মা।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশনস। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৯ টাকা দরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর সর্বোচ্চ ২২.৫০ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৭৭ লাখ ৬১ হাজারটাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৫.১০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর বেড়েছে ১৮.৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট৫২ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন১৩হাজারটাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২.৮০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ১০ লাখ টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫০ লাখ টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪.২০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৫ হাজার  টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে প্রগতি ইন্সুরেন্স। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২.২০ টাকা দরে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ লাখ ১ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২৫ হাজার ২৫০ টাকা।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮.৮০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১২ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ২৫ হাজার টাকা।

তালিকার সপ্তম স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩.৭০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১২ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৯১ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ২৫০ টাকা।

তালিকার অষ্টম স্থানে রয়েছে এক্সিম ব্যাংক। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯.৫০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৮৫ লাখ ৫৪ হাজার ২৫০ টাকা।

তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩.৭০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১০ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা।

তালিকার দশম স্থানে রয়েছে এএমসিএল প্রাণ। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭৭.৯০ টাকা দরে লেনদেন হয়েছে।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা।

 

এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়