ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিভিন্ন খাতগুলো মধ্যে বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ৯২১৪টি শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে এ খাতের কোম্পানিগুলো গড়ে প্রতিদিন ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজের সাপ্তাহিক শেয়ার বাজার রিপোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ২৪ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ১২ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে সিরামিক খাতে। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

ষষ্ঠ স্থানে রয়েছে ট্যানারি খাতে। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তম স্থানে রয়েছে সিমেন্ট খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অষ্টম স্থানে রয়েছে বিবিধ খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নবম স্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দশম স্থানে রয়েছে বিমা খাত। গত সপ্তাহে এ খাতের কোম্পানিগুলোর গড়ে ৩ কোটি ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে গড়ে ৩ কোটি ৮০ লাখ টাকা, বস্ত্র খাতে গড়ে ৩ কোটি ৩৬ লাখ টাকা, লিজিং খাতে গড়ে ২ কোটি ৯৪ লাখ টাকা, তথ্যপ্রযুক্তি খাতে গড়ে ২ কোটি ৩৪ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে গড়ে ২ কোটি ৫ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে গড়ে ৪২ লাখ টাকা, পাট খাতে গড়ে ৪০ লাখ টাকা, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে গড়ে ৩০ লাখ টাকা এবং ভ্রমণ ও অবকাশ খাতে গড়ে ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ঢাকা/এনটি/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়